Friday, 10 April 2020

বিশ্বজুড়ে করোনাভাইরাস



চীনজুড়ে ছড়িয়ে পড়া রহস্যময় ভাইরাসে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে আজ শুক্রবার পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে। অন্তত ৮৩০ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। এদের মধ্যে ১৭৭ জনের অবস্থা আশঙ্কাজনক। ৩৪ জন সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।
চীনের বাইরে সিঙ্গাপুর, থাইল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া এমনকি যুক্তরাষ্ট্রেও এই ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। অনেক দেশই বিমানবন্দরগুলোতে এ ভাইরাসবিষয়ক পরীক্ষার ব্যবস্থা করেছে। যুক্তরাষ্ট্রে এই ভাইরাসে আক্রান্ত সন্দেহে ১৬ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
চীনে সব মৃত্যুই হয়েছে হুবেই প্রদেশে। এই প্রদেশের প্রায় ২ কোটি মানুষকে অন্য অঞ্চল থেকে আলাদা করা হয়েছে। চীন বাদে অন্য দেশে এই ভাইরাসে ১৩ জন আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া করছে।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে আজ শুক্রবার পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে। ছবি: রয়টার্সকরোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে আজ শুক্রবার পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে। ছবি: রয়টার্স

No comments:

Post a Comment